ব্যারিস্টার
সুমন সামাজিক আন্দোলনের এক অগ্রপথিক। সামাজিক আন্দোলন বলতে তথাকথিত আন্দোলন নয় তিনি
শুরু করেছেন স্যোসাল মিডিয়ার মাধ্যমে এক ভিন্ন ধর্মী আন্দোলন । তিনি ফেসবুক লাইভ
এ সমাজের নানান অসংগতি কথা তুলে ধরেন । তিনি প্রযুক্তি সর্বোত্তম ব্যাবহার করে এক ভিন্নধর্মী
অন্দোলনের জন্ম দিয়েছেন । আমরা ফেসবুক ব্যাবহার করে শুধু সময়ের অপচয় করি নানা অপ্রতিকর
কমেন্ট করি কিন্তু ব্যারিস্টার সুমন দেখিয়ে দিয়েছেন ফেসবুকের মাধ্যমে সমাজের উন্নয়নমূলক
কাজ করা যায় ।
ব্যারিস্টার
সুমন পুরো নাম হচ্ছে সৈয়দ সায়েদুল হক সুমন । তার জন্ম হবিগঞ্জ জেলায় চুনারুঘাট উপজেলায়
পীরবাজার গ্রামে । সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে ওঠে আসা সুমন দেশের এক পরিচিত মুখ।তিনি
এইচএসসি পাশ করার পর ঢাকা আসেন এরপর ঢাকা কলেজে ভর্তি হন । এইচএসসি পাশ করার পর ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ,এমবিএ করেন । এরপর লন্ডনে ”বার অ্যাট ল”সম্পন্ন করে দেশের
কণ্যানে দেশে ফিরে আসেন।তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর । তিনি এখন
সবচেয়ে পরিচিত ব্যাক্তি আইনজীবী সমাজে ।
করোনা ভাইরাসে
সবাই যখন ঘরবন্দী ব্যারিস্টার সুমন ত্রান পেীছে দিয়েছেন মানুষের দ্বারে দ্বারে । চিকিৎসাব্যাবস্থা
যে ভয়াল দশা ফেববুক লাইভে এসে বলেছেন বার বার এমন কী স্বাথ্যমন্ত্রির পদত্যাগ দাবি
করেছেন । করোনা ভাইরাসের প্রতিরোধমূলক কাজ করেছেন ।অর্থ সংগ্রহ করে অনুদান দিয়েছেন
দরিদ্র জনগনের ।
তিনি নিজ
এলাকার উন্নয়নে কাজ করছেন প্রায় দুই দশক ধরে । তিনি নিজ উদ্যেগে এলাকার যুবকদের সঙ্গে
নিয়ে নিজ অর্থয়নে ২১ টি ুব্রিজ ও ৪০ টি রাস্তা নির্মান করেন । তার বক্তব্য শুনে আজ
অনেকে নিজ এলাকার উন্নয়নে কাজ করছে ।তার লাইভ দেখে কর্তপক্ষ মহাসড়কে ঝুকিপূর্ণ বৈদুতিক
খুটি ২৪ ঘন্টার মধ্যে অপসারিত হয় । এমন উন্নয়নমূলক অনেক কাজ করেছেন ব্যারিস্টার সুমন
।
সম্পত্তি
ব্যারিস্টার সুমন ঘুনে ধরা বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করছেন । গঠন করেছেন ব্যারিস্টার
সুমন ফুটবল একাডেমি (Barrister Suman
Football Academy-BSFA). ফুটবল বাংলাদেশের সম্পদ কিন্তু ধংস স্তুপে পরিণত বাংলাদেশের
ফুটবল. ফুটবল খেলা হলেও দর্শকপ্রিয়তা
হারিয়েছে অনেক আগেই। কিন্তু ব্যারিস্টার সুমন দেখিয়ে দিয়েছেন মন থেকে চাইলে এখনও ফুটবল
এ দর্শকপ্রিয়তা আনা সম্ভব ।
সমাজের দুর্নীতি
ও নানা অসংগতি তুলে ধরা ব্যারিস্টার সুমন হয়ে ওঠেছেন সমাজের দর্পন । সমাজের প্রতিধ্বনি
হয়ে থাকুক বাংলাদেশের ব্যারিস্টার সুমন ।
0 Comments