The smartphones that will be available in Bangladesh at the beginning of 2021
অন্যান্য দেশের মত বাংলাদেশেও স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে। দারুণ সব ফিচার নিয়ে নতুন বছরের শুরুতে একের পর এক ফোন নিয়ে আসছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের মার্কেটকে কেন্দ্র করে তারা নতুন নতুন মডেল রিলিজ করছে। ২০২১ সালে বাংলাদেশের বাজার মাতাবে যেসব ফোনগুলো চলুন জেনে নেওয়া যাক তাদের নামগুলো-
![]() |
সংগৃহীত |
ভিভো ওয়াই৫২এস
মোবাইলটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক ডাইমেনসিটি ৭২০(৫জি)। ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ।স্টোরেজ অপশনে থাকবে ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। বাংলাদেশের বাজারে মোবাইলটির বাজার মূল্য হতে পারে ২৬ হাজার টাকা।
শাওমি রেডমি ৯ পাওয়ার
মোবাইলটিতে প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন ৬৬২। ক্যামেরা হিসেবে থাকবে ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। স্টোরেজ অপশনে থাকবে ৪/৬/৮জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি রম। বাংলাদেশের বাজারে মোবাইলটির বাজার মূল্য হতে পারে ১৫ হাজার টাকা।
শাওমি এমআই ১০ আই
শাওমি এমআই ১০ আইতে প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন ৭৫০ জি(৫জি)। ক্যামেরা সেকশনে থাকছে ১০৮মেগা পিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। স্টোরেজ অপশনে থাকবে ৬/৮জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি রম। বাংলাদেশের বাজারে মোবাইলটির বাজার মূল্য হতে পারে ২২ হাজার টাকা।
অপো এ৫৩ ৫জি
মোবাইলটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক ডাইমেনসিটি ৭২০(৫জি)। ক্যামেরা হিসেবে থাকবে ১৬মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। স্টোরেজ অপশনে থাকবে ৪/৬জিবি র্যাম এবং ১২৮জিবি রম।ক্যামেরা সেকশনে থাকছে ১৬ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির দাম সম্পর্কে এখন পর্যন্ত অবশ্য জানা যায়নি।
মটোরোলা জি ৫জি
মটোরোলা জি ৫জি তে প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন ৭৫০ জি(৫জি)। ক্যামেরা সেকশনে থাকছে ৪৮মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। স্টোরেজ অপশনে থাকবে ৪/৬জিবি র্যাম এবং৬৪/ ১২৮জিবি রম। বাংলাদেশের বাজারে মোবাইলটির বাজার মূল্য ৩৫হাজার টাকা ।
![]() |
সংগৃহীত |
0 Comments