বলিউড অভিনেতা সুশান্ত রাজপুত অত্মহত্যা নিয়ে সোসাল মিডিয়াতে সোরগোল হচ্ছে । আমরা অনেকে অনেক কথা বলছি কেউবা ভাল কেউবা খারাপ । সুশান্ত রাজপুত অত্মহত্যার মূল কারন মানসিক ভাবে ভেঙ্গে পড়া । এই মানসিক অবস্থা ভাঙ্গার জন্য কারা দায়ী সেটা একবার ভেবেছেন সেটা হল আমরা । কারণ আমরা ইতিবাচক ভঙ্গিতে কথা বলতে পারি না আমরা শুধু নেতিবাচক কথা বলতে পারি এবং আমরা নেতিবাচক কথা বলে অত্মতৃপ্তির সুখ অনুভব করি । আমরা বলিউড ঢালিউড নায়ক নায়িকাদের নিয়ে চিন্তিত কিন্তু আমাদের ঘর প্রতিবেশি মনের মানুষদের নিয়ে ভাবি না । আমরা জানি না তাদের মনের অবস্থা কি তা সত্বেও আমরা নেতিবাচক কথা বলে আমাদের চারপাশের মানুষগুলোর মনোবল নিজেদের অজন্তে ভেঙ্গে চুরমার করে ফেলি । আপনি জানেন কী,আমাদের দেশে প্রতি বছর প্রায় এগার হাজার মানুষ অত্মহত্যা করে , প্রতিদিন গড়ে ২৯ জন । অপনি কী ভেবেছেন কখনো এই ২৯ মানুষ কারা আমার আপনার চারপাশের মানুষগুলি । অন্তত চারপাশের মানুষগুলি মনের অবস্থা জেনে নেতিবাচক কথা বলি । আসুন সবসময় ইতিবাচক কথা বলি আত্মহত্যা পতিরোধ করি । উপকার করতে না পারলেও নেতিবাচক কথা না বলি । তাহলে অত্মহত্যার জন্য হাজার মায়ের কোল খালি হবে না ,কোনো ছেলে তার মা হারাবে না ,কোন মানুষ তার প্রিয়জনকে হারাবে না ।
0 Comments