আসসালামু আলাইকুম,
মাইক্রোসফট অফিস: মাইক্রোসফট অফিস মূলত একটি প্যাকেজিং প্রোগ্রাম, যেখানে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট এবং আরো বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। কম্পিউটারের কথা চিন্তা করলে মাইক্রোসফট অফিস এর গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট। অনেকে (সবাই নয়) এটা জানেনই না যে মাইক্রোসফট অফিস একটি প্রোগ্রাম যেটি আলাদা করে পরে ইনস্টল করতে হয়।
যে কোন লেখালেখি এবং অফিসের কাজ Microsoft-office ছাড়া প্রায় অসম্ভব।মাইক্রোসফট অফিস এর মাধ্যমে খুব সহজে ডকুমেন্ট তৈরি, কঠিনতর হিসাব-নিকাশ, বিভিন্ন আবেদন খুব সহজেই করা যেতে পারে।
১৯৮৮ বিল গেটস একটি প্রদর্শনীতে মাইক্রোসফট অফিসের কথা প্রথমবার ঘোষণা করেছিলেন।
মাইক্রোসফট অফিস কয়েকটি প্রোগ্রামের সমন্বয়ে গঠিত যেমনঃ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ইত্যাদি ।
মাইক্রোসফট অফিসের অনেকবার সংস্কার হয়েছিলো।
সংস্করণগুলো হচ্ছে, অফিস ২০০০, অফিস২০০৩, অফিস ২০০৭, অফিস ২০১০, অফিস ২০১৩, অফিস ২০১৬।
- মাইক্রোসফট অফিসে আমরা যে জিনিস গুলো শিখতে পারি (সংক্ষেপে বলা) তা হলঃ
- মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারকারীদের টেক্সট ডকুমেন্ট তৈরিতে সাহায্য করে থাকে।
- মাইক্রোসফট এক্সেল কঠিনতর ডাটা সংখ্যাসূচক স্প্রেডশিট সহজে তৈরি করে।
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট পেশাদারী মাল্টিমিডিয়া গুলো উপস্থাপনা তৈরীর জন্য আবেদন এই অ্যাপ্লিকেশন।
এছাড়াও ইন্টারনেট এবং ইমেইল ব্যবস্থাপনা আউটসোর্সিং এর প্রাথমিক ধারণা অনলাইন আবেদন এসব Microsoft-office দ্বারা করা হয়।
0 Comments