ভ্রমণ:
ভ্রমণ হচ্ছে লোকজনের তুলনামুলকভাবে দূরতম ভৌগোলিক স্থানের মধ্যে গতিবিধি বা চলন, সহজ করে বলতে গেলে কোথাও যাওয়ার/দেখার উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে বের হয়ে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সময়কেই ভ্রমণ বলতে পারি।ভ্রমন সম্পর্কে বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে ।ভ্রমণের মাধ্যম (পরিবহন) কি হবে সেটা আপনার উপর নির্ভর করে।
![]() |
ছবি: নাজমুন নাহার |
আপন জীবনে ভ্রমণের গুরুত্ব:
জীবনের আরেক নাম গতি/চলা । যে জীবন চলতে জানে না, সে জীবন বদ্ধ জলাশয়ের মত । ভ্রমণ আমাদের দেয় গতি, এই গতির আনন্দে মানুষ উষর মরু। খুব কম মানুষই আছেন যারা ভ্রমন পছন্দ করেন না। ভ্রমন আমাদের মনকে তার বিশালতার জগতে হারিয়ে যাওয়া শেখায় । ভ্রমন আমাকে আমার প্রয়োজন বুজতে শেখায় । আপনি দূরে গেলেই কেবল উপলব্ধি করতে পারবেন আপনার চারপাশের আপন মানুষের ভালবাসা । ভ্রমণে চিন্তা-চেতনা বিকশিত হয় । ভ্রমণে মন প্রফুল্ল থাকে আর একটি সুস্থ মন তখনই নতুন কিছু ভাবতে পারে। আপনি একাকীত্ব বা ডিপ্রেশন এ ভুগছেন অপেক্ষা না করে বের হয়ে যান, ভ্রমন আপনার ডিপ্রেশন দূর করে দিবে আপনার ভাবনার পরিবর্তন ঘটাবে ।
কোথায় যাবেন? কিভাবে যাবেন?
ভ্রমন যেকোনো জায়গায় হতে পারে হোক সে পথ চেনা বা অচেনা, দেশ বা বিদেশ । আমি মনে করি আপনি যে দেশে জন্মগ্রহন করেছেন আগে সেই দেশটি ভাল করে ঘুরে দেখুন । কবি বলেছেন “ এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি “। তাই যেই দেশেই জন্মগ্রহন করেন না কেন আগে নিজের দেশের সৌন্দর্য উপভোগ করুন ।
পুরো পৃথিবী জুরে এখন তথ্যপ্রযুক্তির বিপ্লব চলছে । তথ্যপ্রযুক্তির এই যুগে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে পুরো পৃথিবী দাপিয়ে বেড়াতে পারবেন । আগে থেকেই যেনে নিতে পারবেন সবকিছু যা আপনার যাত্রাপথকে সুগম করবে।
ভ্রমন করার উপযুক্ত সময়ঃ
আপনি ভ্রমন যেকোনো সময় করতে পারবেন কিন্তু অবস্থান ক্ষেত্রে সেটা ভিন্ন যেমনঃ বর্ষাকালে নদীপথ, পাহাড়, শীতের সময় তুষারপাত বেষ্টিত এলাকা ইত্যাদি। আবহাওয়ার পূর্বাবাস শুনে/দেখে নদীপথে বা সমুদ্রপথে যাত্রা করতে হবে, মনে রাখতে হবে সবকিছুর উপরে আপনার জীবন ।
বাংলাদেশের ভ্রমনখাতঃ
পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশ এখন পর্যটনশিল্পে অনেক উন্নত। নতুন নতুন পর্যটনস্থান তৈরি করা হচ্ছে, পূর্বের স্থানগুলোকে সংস্কার করা হচ্ছে নতুন আঙ্গিকে, নিরাপত্তা ব্যবস্থা জোরধার করা হচ্ছে ।পর্যটকদের সুযোগ-সুবিধা গুরুত্বের সাথে দেখা হচ্ছে । তাই দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । পর্যটনশিল্পের উন্নয়ন একটি দেশকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে ।
0 Comments