১ টাকার ডাক্তারবাবু সুশোভন বন্দ্যোপধ্যায় পেলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড এর স্বীকৃতি

মানুষ কত বিচিত্র তার কর্ম অনেক বিচিত্র রকমের । কিন্তু পৃথিবীতে সবাই সাফল্য লাভ করে আবার কেউ সাধারণ কাজ করে সাফল্য লাভ করে ।যারা সফল হয় তারা সাধারণ কাজ গুলোকে ভিন্নভাবে করে সাফল্য লাভ করে। তবে এর পিছনে অবশ্য ত্যাগ ,দৃষ্টিভঙ্গি ,সততা আর সেবার মনোভাব নিয়ে কাজ করে সাধারণ কাজে অভূতপূর্ব সাফল্য লাভ করে । কিন্তু আজ কোন সফল মানুষের কথা বলব না এক মানবিক মানুষের কথা বলব । যারা পৃথিবীতে সেবা দিয়ে দৃষ্টান্ত হয়ে থাকে । এমন একজন ডাক্তার যিনি দীর্ঘ ৫৭ বছর এক টাকায় দেখে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন পশ্চিমবঙ্গের  ডাক্তার সুশোভন বন্দ্যোপধ্যায় । তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তপক্ষ “লংগেস্ট অ্যাওয়ারনেস রিবন ” পুরষ্কারে ভূষিত করে ।



১৯৬২ সালে এম বি বি এস পাশ করেন এক টাকার সেবা দান কারী ডাক্তার বাবু সুশোভন বন্দ্যোপধ্যায় ।তিনি কোন সাধারণ ডাক্তার নয় ,সেবার ব্রত নিয়ে কাজ করা এই প্রিয় ডাক্তার ১৯৬৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত ।তিনি ১৯৭৮ সালে ইংল্যান্ডের শফিন্ড থেকে ১৬ হাজার পাউন্ডের চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন দেশে ।তিনি প্রায়ত প্রেসিডেন্ট প্রনব মুখার্জি পারিবারিক ডাক্তার ছিলেন ।

তিনি এত বড় ডাক্তার হয়ে ৫০ বছর ধরে ১ টাকার সেবা প্রদান করছেন । তিনি ১৯৬৩ সালে তার শান্তিনিকেতনের বাসায় ১ টাকার বিনিময়ে সেবা প্রদান শুরু করেন । কিন্তু সব কিছু পবিবর্তন হয়েছে ১ টাকার মান বেড়েছে মনে হয় এক টাকা প্রায় মূল্যহীন হয়ে পড়েছে । তিনি টাকা নয় সেবা মনোভাব নিয়ে কাজ করে সবার কাছে প্রিয় ডাক্তারবাবু পরিণত হয়েছে। তিনি প্রতিদিন ১৫০ জন রোগী দেখে তার শান্তিনিকেতনের বাসায়। আমরা আজ ডাক্তারদের দেখি কেউ সেবার মনোভাব নিয়ে কাজ করে না সবাই ব্যবসায়িক মনোভাব করে । ডাক্তার সুশোভন বন্দ্যোপধ্যায় এক উজ্জ্বল প্রতিবিম্ব হয়ে থাকবে ।

ডাক্তার সুশোভন এই অনন্য সেবার জন্য পেয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক মর্যদা পদশ্রী ।

 

করোনাকালে যখন সব ডাক্তার যখন রোগী দেখা বন্ধ করে কিন্তু ডাক্তার সুশোভন রোগী দেখা বন্ধ করেন নি।গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তপক্ষ কতৃক “লংগেস্ট অ্যাওয়ারনেস রিবন ” পুরষ্কারে ভূষিত হয়ে খুব খুশি । তিনি বলেন যত দিন বেচেঁ থাকি এভাবে সবাই সেবা দিয়ে যেতে পারি।

 ডাক্তার সুশোভন বন্দ্যোপধ্যায় ডাক্তার সমাজের আদর্শ । প্রতিটি ডাক্তার হয়ে উঠুক মানবিক এটায় কাম্য ।


লেখক: মন 

 


Post a Comment

0 Comments