করনা
ভাইরাস সময় সবাই চিন্তিত পরিষ্কার পরিছন্নতা নিয়ে। এই সময়ের দরকারি জিনিস গুলোর একটা হলো ঘর মোছার যন্ত্র। যারা আমার মতন কাপড় দিয়ে ফ্লোরে বসে ঘর মুছতে পারে না তাদের জন্য বেশি দরকারি।
দাম ২২৯৫ টাকা। এখন জিনিসটা ব্যবহার করে যেই সুবিধা অসুবিধা গুলি
সুবিধাঃ
১। মপটা ১৮০ ডিগ্রি তে বাঁকানো যায় ফলে খাট, সোফা আর টেবিলের নিচে মোছাটা সহজ।
২। মপ-এর পানি ঝড়িয়ে নেওয়ার পদ্ধতিটা মজার এবং কাজের। প্রয়োজন মতো পানি মপ-এ রেখে বাকিটা ঝড়িয়ে নেওয়া সহজ। ফলে ঠিক মতন ফ্লোর মোছাও যায়।
৩। মপের যেই অংশটা দিয়ে মোছা হয় সেইটা সুন্দর করে ফ্লোরে বিছানো যায়, ফলে মোছাটা অনেকটা হাত আর কাপড় ব্যবহার করে মোছার মতন হয়।
৪। ঘর মোছা শেষে বাকেট-টা ব্যবহার করে খুব সহজে মপ-টা পরিষ্কার করে আধা শুকিয়ে-ও নেওয়া যায়।
অসুবিধাঃ
১। জিনিসটা সাইজে একটু বড় হওয়ায় স্টোর করে রাখাটা একটু সমস্যা, জায়গা লাগে।
২। যেহেতু জিনিসটা পার্ট বাই পার্ট খোলা যায়, সেই হিসাবে জয়েন্ট গুলা আরেকটু শক্তপোক্ত হলে ভালো হতো।
৩। এইটার কিছু মডেলের চাকা আছে কিছুতে নাই, আমারটা তে নাই। আমি যেহেতু এক জায়গাতে বাকেট রেখে সারা বাড়ি মুছি, আমার সমস্যা নাই। সাধারণ বালতির মতন সারা বাড়ি টেনে নিয়ে ঘর মোছাটা একটু কষ্টকর হবে।
0 Comments