পৃথিবীর ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সূর্য রশ্মি আমাদের ত্বকের জন্য আরও ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষতির হাত থেকে ত্বকে রক্ষা করার জন্য আমাদের প্রতিদিন Sunscreen ব্যবহার করা উচিৎ।
Sunscreen ব্যবহার করার সুবিধাসমুহঃ
১। Sunscreen আমাদের ত্বককে আলট্রা ভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। বিশেষজ্ঞদের মতে এতে প্রতিদিন Sunscreen ব্যবহার করলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে।
২। Sunscreen আমাদের ত্বককে রোদে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, ফলে আমাদের ত্বকের রং স্বাভাবিক থাকে।
৩। প্রতিদিন Sunscreen ব্যবহারে ত্বকে অকালে বলীরেখা পরার সম্ভাবনা কমে যায়।
বাংলাদেশে বিদেশ থেকে আমদানিকৃত অনেক Sunscreen পাওয়া গেলেও আজকে আমরা বাংলাদেশী ব্র্যান্ডের Sunscreen নিয়ে।
স্কিন ক্যাফে (Skin Cafe) একটি বাংলাদেশী স্কিন কেয়ার ব্র্যান্ড। ২০১৬ থেকে তারা কাজ স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার নিয়ে কাজ করছে। এ বছর USA-এর Food and Drug Administration (FDA) তাদেরকে স্কিন কেয়ার ব্র্যান্ড হিসাবে অনুমোদিত করেছে। স্কিন ক্যাফে এ বছর দেশের সর্ব প্রথম Sunscreen তৈরি করেছে।
প্যাকেজিং:Sunscreen-টি একটি সাদা টিউবে ৬০ গ্রাম পরিমাণে আছে। টিউবের ভিতরে মুখে একটি ক্যাপ লাগানো আছে, ফলে আপনি এটি নিশ্চিন্তে ব্যাগে বহন করতে পারবেন। টিউব থেকে বের হয়ে ব্যাগে ছড়িয়ে পরার সম্ভাবনা নেই।
আমার স্কিন টাইপ: কম্বিনেশন (অয়েলি টী-জোন, বাকিটা নরমাল)... যদিও স্কিন ক্যাফে Sunscreen-টি সকল স্কিন টাইপে ব্যবহার যোগ্য বলেছে, তাও আমার স্কিন টাইপ বলে নিলাম কারণ সব স্কিনে Sunscreen-টি একই রকম আচরণ না-ও করতে পারে।
আমার অভিজ্ঞতা:
গত দুই মাস ধরে আমি প্রতিদিন Sunscreen-টি ব্যবহার করেছি। এটি প্রতিদিন ৮-৯ ঘণ্টা মুখে দেওয়া ছিল। Sunscreen-টি lightweight হওয়ার কারণে মনেই হয়নি মুখে কিছু দিয়েছি।
Sunscreen-টি ম্যাট এফেক্ট দেয়। আমার মুখকে সারাদিনে তৈলাক্ত করেনি।
অন্যান্য Sunscreen-এর মতন white cast-ও দেয়নি।
Sunscreen-টি ব্যবহার করে আমার ত্বকে কোন irritation হয় নাই।
অন্যদের মতামত:
Sunscreen-টি নিয়ে নরমাল এবং কম্বিনেশন স্কিনের মানুষের পছন্দ হলেও, অয়েলি স্কিনের মানুষদের পছন্দ নাও হতে পারে। সোশ্যাল মিডিয়াতে ২-১ জন অয়েলি স্কিনের মানুষ বলেছে যে তাদেরকে Sunscreen-টি স্যুট করেনি।
অন্যান্য তথ্য:
মূল্যঃ ৬০০ টাকা (৬০ গ্রাম)
Sunscreen-টির SPF হল SPF 50 (SPF 50 ৯৮% UV ray থেকে ত্বককে রক্ষা করতে পারে)
Sunscreen-টি যে কোন বয়সের মানুষ ব্যবহার করতে পারবে। এক বছর বা তার
নিচে হলে ডাক্তারের পরামর্শ লাগবে
Sunscreen-টি পাওয়া যাবে Shajgoj.com এবং Carnesia-তে
স্কিন ক্যাফে-র Facebook page: https://www.facebook.com/skincafe.co
#skin_care #sunscreen #bangladesh #bangladeshi_brand #shine_skin #shajgoj #carnesia
Product Review :Shawana Mobashsera
0 Comments