আপনার হাতের মোবাইল ফোনটি সাইলেন্ট অবস্থায় ভুলক্রমে কোথাও রেখে খুঁজে পাচ্ছেন না। আসুন জেনে নেই সমাধান।
১. প্রথমে অন্য কোন মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।
২. সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।
৩. তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।
৫. এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন। আবার কখনো কখনো স্ক্রিন এর বামপাশে রিং অন লেখা দেখতে পারবেন।
৬. এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।
৭. আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে। এ বার সেই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে বার করা তো কোন ব্যাপারই নয়।
[ মোবাইল এ অবশ্যই জিমেইল আইডি লগইন করা থাকতে হবে এবং সেই মেইল দিয়ে ১ নম্বরের নির্দেশনা মোতাবেক লগইন করতে হবে ]
Credit
Progotee.com
0 Comments