Rape is now spreading like an epidemic in the country
বাংলার দামাল ছেলেরা আর কিছু নাই বা পারুক বর্তমানে ধর্ষণের কথা বিবেচনায় খুব এগিয়ে আছে।বর্তমান বাংলাদেশ অনেকের চোখে দেখা সব থেকে হিংস্র । যে দেশ বা মানব নারীজাতিকে সম্মান করবে না, ধীরে ধীরে তারা হারিয়ে যাবে । পৃথিবী ভূখণ্ডে তারা ইতিহাস হয়ে থাকবে ।
আপনি মা/বোন/গৃহবধূ/বয়স্ক মহিলা ? সভ্যতার মাপকাঠিতে আপনি নারী । এই ভূখণ্ডে আপনি কোথাও নিরাপদ নয় । আপনাকে পোশাকে, চলাফেরায় শালীনতা বজায় রাখতে বলা হলে আপনি ভাবেন আপনাদের স্বাধীনতা হরন করা হচ্ছে কিন্তু না আপনাকে চোখের লালসা থেকে মুক্তির জন্য বলা হচ্ছে । আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক মানুষ তাদের মধ্যেই ধর্ষক অবস্থান করছে, ওদের আলাদা কোন পরিচয় নেই ।
একটি দেশ
যখন সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সদা জাগ্রত ঠিক তখনই হায়নারা নানা অপকর্মে লিপ্ত
হয়ে কলুষিত করে তুলছে, প্রশ্নবিদ্ধ করছে চলমান রুট । যেই সমাজে ধর্ষকের অবস্থান
শক্ত, সেই সমাজ মাথা তুলে দাঁড়াতে পারে না । আসুন সোচ্চার হই, এই দেশ আমার, এই
দেশের সম্মান আমার । ধর্ষককে ধর্ষক হিসেবেই বিবেচিত করুন। প্রতিটি মানুষের বাঁচার
অধিকার আছে কিন্তু ধর্ষকের নেই ।
দেশকে ধর্ষক মুক্ত করার উপায়ঃ
- প্রথমই অন্য দেশের সংস্কৃতি থেকে দেশকে মুক্তি দিতে হবে
- টিভি চ্যানেলকে নারীদের প্রতি সম্মান দেখিয়ে কন্টেন্ট তৈরি করতে বাধ্য করতে হবে
- ইন্টারনেটের সঠিক ব্যবহার হচ্ছে কিনা গভীর পর্যবেক্ষণে রাখতে হবে
- মোবাইল ফোনের সহজলভ্যতা দূর করতে হবে
- একটি খারাপ ভিডিও চিন্তা চেতনা নষ্ট করে দেয় তাই ভিডিও কন্টেন্টে বাধ্যবাধকতা আবশ্যক
- অলস মস্তিষ্ক শয়তানের জন্য উর্বর জমি তাই সঠিক সময়ে জব নিশ্চিত করন ইত্যাদি ।
0 Comments