ফেসবুকের ‘Off Facebook Activity’ -অপশনটি কিভাবে ব্যবহার করবেন

Off Facebook Activity অপশনটির ব্যবহার

বেশ কিছু দিন আগে ফেসবুকের ‘Off Facebook Activity’ -অপশনটি ফেসবুক তাদের ইউজারদের জন্য উন্মুক্ত করে। এই অপশনটা আপনি পাবেন Settings & Privacy->Settings->Your Facebook Information->Off-Facebook Activity এই লোকেশনে।




এইখানে আপনি বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসের লিস্ট পাবেন। এগুলো হল, আপনি ওয়েব ব্রাউসার বা মোবাইলে অ্যাপসের মাধ্যমে যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের সার্ভিস ব্যবহার করে থাকেন তার লিস্ট। এটি হতে কেনাকাটার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস, যেমন আড়ং; বা হতে পারে যোগাযোগের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস, যেমন Skype, বা হতে পারে অন্য যে কোন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস যা আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করেন, যেমন Uber. এমনকি আপনি যে সব গেমস খেলেন মোবাইলে ফেসবুক আইডি দিয়ে, সেগুলো এই লিস্টে থাকবে। 


আপনার এতক্ষণে চিন্তায় পরে যেতে পারেন, যে আসলে এই নতুন ফিচারে হচ্ছে টা কি? ফেসবুক এই নতুন ফিচার দিয়ে আপনাকে জানাচ্ছে কোন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেসবুকের সাথে আপনার তথ্য আদান প্রদান করছে। এই ফিচার আপনাকে আপনার গত ১৮০ দিনের ওয়েব আর মোবাইল অ্যাক্টিভিটি থেকে সংগৃহীত তথ্য দেখাবে।





এই তথ্য আদান প্রদানের মাধ্যমে আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো সিদ্ধান্ত নেয় যে, আপনি যখন পরবর্তীতে তাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস-টি ব্যবহার করবেন, তখন তারা আপনাকে কি ধরণের অফার দিবে, কি অফার আপনি তাদের কাছে থেকে পেলে খুশি হবে।


আর ফেসবুক এই তথ্য গুলো থেকে সিদ্ধান্ত নেয় যে, কোন ধরণের বিজ্ঞাপন আপনি আপনার টাইমলাইনে দেখতে পছন্দ করবেন। 


যেমন ধরেন, আপনি আড়ং-এর কোন বিজ্ঞাপনে ক্লিক করলেন, যেটা একটা গয়নার বিজ্ঞাপন ছিল, এখন থেকে পরবর্তীতে, ফেসবুক আপনাকে তার কাছে থাকা গয়নার বিজ্ঞাপনগুলো দেখবে। 


এই ধরণের তথ্য আদান প্রদানের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো একে অপরকে কাস্টোমার অনলাইনে খুঁজে বের করতে সাহায্য করে।


‘Off Facebook Activity’-তে আপনি যেসব তথ্য দেখতে পাবেন, তা আর কেউ দেখতে পাবে না।  এই লিস্টটি দেখতে চাইলে ফেসবুক আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, ফলে আপনি বাদে আপনার লিস্ট অন্য কেউ দেখতে পাবে না। 




এই ‘Off Facebook Activity’-অপশনটি শুধু আপনাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোর লিস্ট দেখাচ্ছে না। এই অপশনটি আপনাকে এই তথ্য আদান প্রদান কন্ট্রোল করার ব্যবস্থা করে দিচ্ছে। আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন ফেসবুক কোন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো থেকে আপনার তথ্য জানতে পারবে। আপনি চাইলে এই লিস্ট-টি ক্লিয়ার-ও করে দিতে পারেন।


ফেসবুক আপনাকে এই তথ্য আদান প্রদান বন্ধ করার-ও সুযোগ দিচ্ছে এই অপশন থেকে। আপনি আপনার অ্যাকাউন্ট এই ফিচার থেকে ডিস্কানেক্ট করলে, আপনার যে সব তথ্য শেয়ার হয়েছে তা ডিলিট হবে না, কিন্তু এই সব তথ্য যে আপনার কাছ থেকে গিয়েছে তা-ও কেউ জানবে না। 



এর ফলে ফেসবুক থেকে আপনি কোন বিজ্ঞাপন দেখতে পাবেন না তা-ও নয়। ফেসবুক আপনার জন্য  শুধু পার্সোনালাইজড অ্যাড দেখানো বন্ধ করবে, আপনি ফেসবুকে শুধু সাধারণ বিজ্ঞাপন দেখতে পাবেন । 



Post a Comment

0 Comments