Top Five Educational Youtube Channel
আমরা
প্রযুক্তি উন্নয়নে এগিয়ে চলেছি বিশ্বায়ণের যুগে । প্রযুক্তি বলতে আমরা সাধারণ মানুষ
ভাল বুঝি ইউটিউব এবং ফেসবুক কে । আমরা সবাই ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করি সময় কাটানোর
এবং বিনোদনের জন্য । ইউটিউব এবং অনান্য স্যোসাল মিডিয়ার মাধ্যমে অনেক গুজব এবং মিথ্যা
সংবাদ ছড়িয়ে পরছে । ইউটিউবে অনেক ভাল চ্যানেল আছে শিক্ষণীয় যা আপনার কোর্স এর মাধ্যমে
শিখতে হলে হাজার হাজার টাকা ব্যায় হত । ইউটিউব এখন আপনি পাবেন শিক্ষামূলক সব ভিডিও
পড়ালেখা (ক্লাসভিত্তিক এবং ক্যারিয়ার), অনুপ্রেরণামূলক
এবং অনান্য শিক্ষামূলক বিষয়। তবে এখানে আপনাকে ভাল চ্যানেল গুলি অনুসরণ করতে হবে।
এখন বাংলাদেশের
শিক্ষণীয় পাঁচটি ইউটিউব চ্যানেলে বর্ণানা করব ।
১. টেন মিনিট
স্কুল-Ten Minute School
টেন মিনিট স্কুল একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল যা শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক প্রতিষ্ঠা করেন। আয়মান সাদিক ২০১৪ সালে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ১০ মিনিট স্কুলের কার্যক্রম শুরু করেন। এখানে সব ধরণের শিক্ষামূলক ভিডিও এবং টেন মিনিট স্কুল ওয়েবসাইটের মাধ্যামে পড়ালেখা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
২. খান একাডেমি –Khan Academy
সালমান খান, ২০০৬ সালে ইউটিউবে একটি চ্যানেল খোলেন তিনি, খান একাডেমি
নামে। শুরুটা গণিত আর ইংরেজি দিয়ে হলেও আজ পৃথিবীর চেনা প্রায় সব লেখাপড়ার বিষয়ই পাবেন
খান একাডেমির ইউটিউব চ্যানেলে।
৩.স্কুবি ক্লাসরুম- Schoobee Classroom
স্কুবি ক্লাসরুম দেশের স্বনামধন্য স্কুলের শিক্ষক দ্বারা পরিচালিত
ইউটিউব চ্যানেল । এটি দেশের ভাল শিক্ষামূলক চ্যানেলের মধ্যে অন্যতম ।
৪. ফারজানা ড্রয়িং একাডেমি- Farjana Drawing Academy
ছবি আঁকা শেখানোর চ্যানেল। যিনি চ্যানেলটি চালান, তিনি বাংলাদেশের
কুমিল্লার মেয়ে ফারজানা আক্তার। চ্যানেলটির নাম ফারজানা ড্রয়িং একাডেমি। এতে মূলত পেনসিল
স্কেচ শেখানো হয়।
৫. আমাদের স্কুল - Amader School
আমাদের স্কুল একটি জনপ্রিয় শিক্ষামূলক চ্যানেল । লেখাপড়ার বিষয়ই গুলো খুব সহজে তুলে ধরা হয় এই চ্যানেলে।
আসুন ইউটিউব এবং ফেসবুক কে সময় কাটানোর এবং বিনোদনের জন্য ব্যবহার না করে শিক্ষামূলক চ্যানেলের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করি ।
0 Comments