গার্মেন্টস
বাংলাদেশের একটি সম্ভবনাময় শিল্প । ইতিমধ্যে অমরা মেড ইন বাংলাদেশ কে ব্যান্ড হিসাবে
পরিচিত করতে পেরেছি বিশ্ব বাজারে । কিন্তু এই শিল্প নিয়ে যারা দুচিন্তায় আছেন তাদের
জন্যে লিওটেক নিয়ে এসেছে “রূপ গার্মেন্টস ই
আর পি সফ্টওয়্যার”। গার্মেন্টস খাতসংশ্লিষ্ট গবেষণা (আরএনডি) করে সফটওয়্যারটি তৈরি
করা হয়েছে। সফটওয়্যারটি ব্যাবহারে পোশাক খাতের পুরো প্রক্রিয়াটিকে সহজ, গতিশীল ও স্বচ্ছ
করে তুলবে। ইতিমধ্যে ‘রূপ ই আর পি’ সফটওয়্যারটির ব্যবহার শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।
সফটওয়্যারটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি, যা ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ
আর্থিক তথ্যের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা দিতে পারে।
রূপ’ ই আর পি’ গার্মেন্টস
সফটওয়্যারের গুরুত্বপূর্ণ মডিওল সমূহ:
১.ইনভেনটোরি
২.এ্যাকান্টস
৩.পেরোল
৪.ওর্ডার ম্যানেজমেন্ট
৫.জেনারেল স্টোর
৬.পার্টি ম্যানেজমেন্ট
৭.পোকি্উরমেন্ট
৮.গেট পাস
৯.এটেন্ডডেন্স
১০.এইচ আর এম
১১.সি আর এম
১২.ডাইং প্রোগাম
১৩.প্রোডাক্টশন ম্যানেজমেন্ট
১৪.শিপমেন্ট ম্যানেজমেন্ট
‘রূপ ই আর পি’ গার্মেন্টস
সফটওয়্যারটির ব্যবহারের সুবিধা:
১। সরাসরি হাজিরা ভিত্তিতে
বেতন হিসাব করার সুবিধা ।
২। সয়ংক্রিয় পদ্ধতিতে হাজিরা
হিসাব ।
২। প্রতিদিনের প্রোডাক্টশনের
হিসাব ।
৩। একজন শ্রমিকের মাসিক প্রোডাক্টশন
অনুজায়ী বেতন হিসাব করা ।
৪। কোন পন্যে (অফিস অথবা ফ্যাক্টরী)
কিনতে হলে অনলাইনের মাধ্যমে যাচাই বাছায়ের মাধ্যমে যেকোন স্থানে বসে প্রধান কর্মকর্তা
অনুমতি দিতে পারবেন দিতে পারবেন । এতে সময়ের
অপচয় কম হবে এবং কাজের গতি তরান্বিত হবে ।
৫। কোন পণ্যে কোন মেরামত বা
যেকোন উদ্দেশ্যে অফিস থেকে বের করা হলে পণ্যেটির ডাটা ট্রাকিং ব্যাবস্থা ।
৬। সহজে কর্মচারী স্যালারী
জেনারেট করার সুবিধা ।
৭। স্টোর ম্যানেজমেন্ট এর
মাধ্যমে পণ্যে ক্রয় ও বিক্রয় হিসাব করার সুবিধা ।
৮। যাবতীয় তথ্য সংরষ্কণ করা
ও দ্রুত প্রিন্ট করা ।
৯। ভিকেল লগ এর মাধ্যমে কম্পানি
এবং গেস্ট এর গাড়ি ট্রকিং রাখা যাবে ।
১০। যেকোন স্থানে বসে অফিসের
কাজ পর্যবেক্ষণ করা যাবে ।
বিস্তারিত জানতে কল করুন:
০১৭৩০৫৯৪৩৯১, ০১৭৩০৫৯৪৩৯১, ০১৭৩০৫৯৪৩৯১
0 Comments